পানিসম্পদ মন্ত্রণালয়ে নিয়োগ

gov logo

পানিসম্পদ মন্ত্রণালয়ের পানিসম্পদ পরিকল্পনা সংস্থায় রাজস্ব খাতে জনবল নিয়োগ দেওয়া হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে চার পদে ৪ জনকে নেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন যে কেউ।

পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর/পিএ (গ্রেড-১৩)
পদ সংখ্যা: ১ জন
আবেদনের যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে থেকে স্নাতক বা সমমান পরীক্ষায় পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
বেতন: ১১০০০/- থেকে ২৬৫৯০/-

পদের নাম : সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর (গ্রেড-১৪)
পদ সংখ্যা: ১ জন
আবেদনের যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমান পরীক্ষায় পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
বেতন: ১০২০০/- থেকে ২৪৬৮০/-

পদের নাম: গাড়িচালক (লাইট, গ্রেড ১৬)
পদ সংখ্যা: ১ জন
আবেদনের যোগ্যতা: বৈধ লাইসেন্স ও গাড়ি চালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ৯৩০০/- থেকে ২২৪৯০/-

পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী (গ্রেড ২০)
পদ সংখ্যা: ১ জন
আবেদনের যোগ্যতা: ৫ম শ্রেণি পাস বা পেশাদার ঝাড়ুদার।
বেতন: ৮২৫০/- থেকে ২০০১০/-

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীকে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। ফরম পাওয়া যাবে https://warpo.portal.gov.bd/sites/default/files/files/warpo.portal.gov.bd/notices/4ea7a40a_2d1b_498e_8497_9eaa80bacb7f/2021-07-12-10-24-64bb35fea12320dd594d0f4666e850a4.pdf -এ ওয়েবসাইটে। আবেদনপত্রের সঙ্গে ৫০০ টাকার এমআইসিআর নম্বরযুক্ত ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার সংযুক্ত করতে হবে।

আবেদনের ঠিকানা: আগ্রহীদের আবেদন ফরম সচিব, ওয়ারপো, ৭২ গ্রিন রোড, ঢাকা- ১২১৫ বরাবর পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: আগ্রহীরা ২০২১ সালের ৫ আগষ্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।