ফকির আলমগীরের মরদেহ আনা হবে শহীদ মিনারে

প্রয়াত গণ-সংগীত শিল্পী ফকির আলমগীরের প্রতি শ্রদ্ধা জানা‌নোর জন‌্য মরদেহ আজ শ‌নিবার দুপুর ১২ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে কিছুক্ষণ রাখা হবে।

সকলকে স্বাস্থবিধি মেনে শেষ শ্রদ্ধা জানাতে আসার জন্য স‌ম্মি‌লিত সাংস্কৃ‌তিক জো‌টের পক্ষ থে‌কে অনু‌রোধ জানা‌নো হ‌য়ে‌ছে।

ফ‌কির আলমগী‌রের প্রথম নামা‌জে জানাজা আজ সকাল ১১টায় খিলগাও পল্লীমা সংসদ প্রাঙ্গ‌নে, দ্বিতীয় জানাজা বাদ জোহর খিলগাও মা‌টির মস‌জিদ প্রাঙ্গ‌ণে অনু‌ষ্ঠিত হ‌বে।

এরপর খিলগাও তালতলা গোরস্থা‌নে তা‌কে দাফন করা হ‌বে। একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট গণ-সংগীত শিল্পী, বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি,

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা, ঋষিজ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ফকির আলমগীর ক‌রোনা ভাইরাস আক্রান্ত হ‌য়ে হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার (২৩ জুলাই) রাত ১০:৫৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।