সমাজ থেকে অনৈতিকতা দূর করতে চাই: হানিফ 

mahabubul alam hanif
ফাইল ছবি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আমরা অর্থনৈতিকভাবে এগিয়ে গেছি। কিন্তু নৈতিকভাবে আমরা পিছিয়ে যাচ্ছি। অভিযানের মধ্য দিয়ে সমাজ থেকে এই অনৈতিকতা দূর করতে চাই। অভিযান শুরু হয়েছে, চলতে থাকবে।

বৃহস্পতিবার ৫ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন।

তিনি বলেন, দল ক্ষমতায় থাকার কারণে অনেকে নেতা হতে উদগ্রীব হয়ে আছেন। কিন্তু তাদের আদর্শ নেই। আওয়ামী লীগ করতে হলে আদর্শ ধারণ করতে হবে।

পদ-পদবি না পেয়ে নামের আগে পরে যারা লীগ ও বঙ্গবন্ধুর নাম দিচ্ছে, এরা আদর্শিক কর্মী হতে পারে না।দলটির যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী আছে সবাই তো পদধারী নয়। আজকে যারা হঠাৎ করে নেতা হতে চায়, তারা ধান্দাবাজ ও প্রতারক। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।