কেশবপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যুরাল ভিত্তি প্রস্তর স্থাপন

যশোরের কেশবপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যুরালের ভিত্তি প্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য জনাব শাহীন চাকলাদার এমপি।

৭ আগস্ট শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যুরাল ভিত্তি প্রস্তর স্থাপন শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফত হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমিন, পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, কেশবপুর থানা অফিসার ইনচার্জ মোঃ হারুন-অর-রশিদ,

উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রমেশচন্দ্র দত্ত প্রমুখ।

প্রকল্পের কাজে প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা টি আর প্রকল্প হতে এবং বাকী টাকা উপজেলার রাজস্ব থেকে ব্যয় করা হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এমএম আরাফাত হোসেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন উপজেলা মসজিদের ইমাম।