দেশে কোনো আইপি টিভির অনুমোদন নেই: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, দেশে কোনো আইপি টিভির অনুমোদন নেই অনুমোদনহীন ও অবৈধ আইপি টিভির বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেবে সরকার।

যাদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে কেউ অভিযোগ করলে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার ২০ আগস্ট দুপুরে শেরপুর সার্কিট হাউজে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের করোনাকালীন প্রধানমন্ত্রীর বিশেষ তহবিলের অনুদানের চেক বিতরণ উপলক্ষে প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এদিন শেরপুরে আসেন।

তিনি বলেন, এ পর্যন্ত ৭০০ আইপি টিভির আবেদন জমা পড়েছে, যাচাই বাচাই শেষে অনুমোদন প্রক্রিয়া শুরু হবে। এছাড়া অনলাইন পোর্টালের অনুমোদন কার্যক্রম চলমান আছে। বাকীগুলোও পর্যায়ক্রমে দেওয়া হবে।