পবিত্র আশুরা উপলক্ষে মালদ্বীপে দোয়া ও আলোচনা সভা

পবিত্র আশুরা উপলক্ষে মালদ্বীপে রাজধানী মালের ফুড ব্যাংক রেষ্টুরেন্টে মালদ্বীপ প্রবাসীদের  উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত দোয়া ও আলোচনা অনুষ্ঠানে মাওলানা মো: আলামীনের সঞ্চালনায় বিশিষ্ট ব্যাবসায়ী মো: হাদিউল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্লোবাল টুরিস্ট এন্ড ট্রাভেল এর সিইও, বিশিষ্ট ব্যাবাসয়ী, সি.আই.পি. আলহাজ্ব মোহাম্মদ সোহেল রানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: হান্নান খান কবির, ব্যাবসায়ী ও ডিরেক্টর এনবিএল মানি ট্রন্সাপার প্রা: লি: মালদ্বীপ, মো: দুলাল হোসেন, ব্যাবস্থাপনা পরিচালক, ভিউ কনেক্টাকশন প্র: লি:,

ব্যাবসায়ী মোহাম্মদ নূরে আলম রিন্টু সহ-সভাপতি আলোকিত চাদঁপুর প্রবাসী মালদ্বীপ, ব্যাবসায়ী মো: মজিবুর রহমান, মো: আলিম দূরানী, প্রবাসী সাংবাদিক মো: এমরান হোসেন তালুকদার

অনুষ্ঠানে হাফেজ মাওলানা মো: তাজুল ইসলাম পবিত্র আশুরা সর্ম্পকে আলোচনা করেন। এবং দোয়া করা হয়, করোনায় কালীন বিপদ থেকে মহান আ্ল্লাহর রাবুল আলামীন সবাইকে হেফাজত করেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মাওলানা মোহাম্মদ আনাস।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মো: সাইফুল ইসলাম সাধারন সম্পাদক, প্রবাসী  স্যোসাল ওয়ার্কাস এসোসিয়েশন, মো: আব্দুল কাদের, সভাপতি, মালদ্বীপ প্রবাসী জনকল্যান ফাউন্ডেশন, মো:সবুর ভারপ্রা্প্ত সভাপ্রতি নীল ধরিয়া শিল্পগোষ্টি, মো: শহিদুল ইসলাম সভাপ্রতি, ফেনী উন্নয়ন পরিষদ,

মো:দুলাল মাইজভান্ডারী, সম্মন্বয়ক প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখ, মো: রবিউল আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক নীল ধরিয়া শিল্পগোষ্টি। ব্যাবসায়ী মো: হাফিজুর রহমান, মো: মোশারফ  হোসেন , মো: সবুজ, সাগর, মো: জাকির হোসে  প্রমূখ।