লুকাকুর দারুণ গোলে চেলসির জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমের দ্বিতীয় ম্যাচেও দারুণ এক জয় পেয়েছে চেলসি। ব্লুদের জার্সিতে প্রত্যাবর্তনের ম্যাচে গোল পেয়েছে রোমেলু লুকাকু। আর্সেনালের বিপক্ষে টুখেলের ছেলেদের জয় ২-০ গোলে।

আরেক ম্যাচে সাউদাম্পটনের সাথে ১-১ গোলে ড্র করেছে ম্যানইউ। প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচ জয়ের পর সেকেন্ড গেমে আর্সেনালের বিপক্ষে নামে চেলসি। ব্লুদের অ্যাটাকে শুরুতেই কুপকাত গানার শিবির।

ম্যাচে গোল এসেছে শুরুতেই। চেলসিতে প্রত্যাবর্তন দুর্দান্ত হয়েছে রোমেলু লুকাকুর। ২০১১ চেলসির জার্সিতে সালে ১০ ম্যাচ খেলে একটাও গোল করতে না পারা বেলজিয়ান স্ট্রাইকার, দ্বিতীয়বার অভিষেকেই খুলেছেন গোলের খাতা। অ্যাসিস্ট করেন রিচ জেমস।

গোলের পর আর্সেনালকে আরও চেপে ধরে চেলসি। সেকেন্ড হাফের আহেই লিড হয়ে যায় ডাবল ডাবল। প্রথম গোলে অ্যাসিস্ট করা জেমস, এবার নিজেই নাম তোলেন স্কোরশিটে। দুই গোলের জয়ে টেবিল টপে ওঠে ব্লুরা। নতুন মৌসুমে প্রথম দুই দুইম্যাচ শেষে জয় শতভাগ।

ইংলিশ প্রিমিয়ার লিগে আরেক ম্যাচ এর আগে সাউদাম্পটনের মাঠে খেলতে নামে ম্যানচেস্টার ইউনাইটেড। শুরু থেকে ফেভারিটের মতই খেলতে থাকে রেড ডেভিলরা। জয় দিয়ে ইপিএলের নয়া মৌসুম শুরু করা ম্যানচেস্টার ইউনাইটেড ৩০ মিনিটেই খেয়ে বসে আত্মঘাতি গোল।

রেডডেভিলদের ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্রেড বল ঢুকিয়ে দেন নিজেদেরই জালে। শেষ পর্যন্ত জিততে না পারলেও হার এড়িয়েছে ওলেগানে শোলশায়ারের দল। ম্যাজন গ্রীনউডের গোলে ১-১ সমতায় শেষ হয় ম্যাচ। ২ গেম শেষে এখন ম্যানইউর পয়েন্ট চার।