২৩৩ বছরের ইতিহাস ভেঙে শপথ নিলেন ক্যাথি হোচুল

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের ২৩৩ বছরের ইতিহাসে কোনো নারী গভর্নর হিসেবে নির্বাচিত হতে পারেনি। সেই ইতিহাস শেষ করলেন ক্যাথি হোচুল।

রাজ্যের প্রথম নারী গভর্নর হিসেবে দায়িত্ব নিলেন তিনি। খবর রয়টার্সের। জানা যায়, ক্যাপিটলে হোচুলের একটি আনুষ্ঠানিক শপথ গ্রহণের কথা ছিলো। কিন্তু আইনগত কারণে রাতেই সংক্ষিপ্তভাবে অনুষ্ঠানটি করা হয়।

সাবেক গভর্নর অ্যান্ড্রু কোমোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ নিয়ে কয়েক মাস ধরে জটিলতার পর রাজ্য সরকার কাজকর্ম আবার শুরু করতে এখন মরিয়া।

হোচুল গতকাল মঙ্গলবার ২৪ আগস্ট ঠিক মধ্যরাতে রাজ্য সরকারের নিয়ন্ত্রণ গ্রহণ করেন। নিউ ইয়র্ক রাজ্যের রাজধানীতে এক সংক্ষিপ্ত এবং একান্ত অনুষ্ঠানে রাজ্যের পশ্চিমাঞ্চলের ডেমোক্র্যাট ক্যাথি হোচুল রাজ্যের প্রধান বিচারপতি জেনেট ডিফিয়োরের তত্ত্বাবধানে গভর্নর হিসাবে শপথ গ্রহণ করেছেন।

তিনি পরে বাফেলো টেলিভিশন স্টেশন ডব্লিউজিআরজে-কে বলেন, তার কাঁধে দায়িত্বের ভার তিনি অনুভব করেছেন। তিনি আরও বলেন, আমি নিউ ইয়র্কাবাসীকে বলব আমি কাজ করছি এবং আমি সত্যিই গর্বিত যে তাদের গভর্নর হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি। আশা করি তাদের হতাশ করবো না।