শিগগিরই আরো সাড়ে ৪ হাজার চিকিৎসক নিয়োগ

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. এবিএম খুরশীদ আলম বলেন, সারা দেশের হাসপাতালগুলোতে জনবল সংকট রয়েছে। অতি শিগগিরই আরো সাড়ে ৪ হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে এ সমস্যার সমাধান করা হবে।

রবিবার দুপুরে কুড়িগ্রামে জেলার আড়াইশ শয্যার জেনারেল হাসপাতাল পরিদর্শন ও সিভিল সার্জন অফিসে জেলার স্বাস্থ্যবিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন।

ভ্যাকসিন প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, ভ্যাকসিন সংগ্রহ ও পাওয়াটা আমাদের ইচ্ছার ওপর নির্ভর করে না। এ বিষয় নিয়ে আন্তর্জাতিক যে রাজনীতি তার ওপর নির্ভর করে।

টিকা পাওয়া সাপেক্ষে আমরা দ্রুততম সময়ে দেশের সকলকে টিকার আওতায় আনব। এ ছাড়াও কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের দুর্নীতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুর্নীতি সমূলে উৎপাটনের ঘোষণা দিয়ে বলেন, এগুলো খতিয়ে দেখে দোষীদের আইনের আওতায় আনা হবে।