পুরনো সিপিইউতে উইন্ডোজ ১১ আপডেট করা যাবে না

প্রথম দিকে মাইক্রোসফট কথা দিয়েছিল তাদের অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১১ আপনার পিসির পুরনো সিপিইউতে ইনস্টল করতে বাধা দেবে না।

তবে সেটা আপনাকে করতে হতো ম্যানুয়ালি অর্থাত্ আইএসও ফাইল ডাউনলোড করে। কিন্তু এখন মাইক্রোসফট সেই পথ থেকেও সরে আসছে।

ফলে চাইলে এখন আর আইএসও ফাইল দিয়েও উইন্ডোজ ১১ ইনস্টল করা যাবে না। মাইক্রোসফট কর্তৃপক্ষ বলছে, ‘অসমর্থিত’ পিসিগুলো উইন্ডোজ আপডেট পাবে না, এমনকি নিরাপত্তা এবং ড্রাইভার আপডেটও দেওয়া হবে না।

তার মানে এই দাঁড়াচ্ছে যে উইন্ডোজ ১১ ব্যবহার করতে চাইলে আপনার পিসিতে প্রয়োজনীয় হার্ডওয়্যার কনফিগারেশন থাকা আবশ্যক।

আর সে জন্য ওই কম্পিউটার বা ল্যাপটপে সর্বনিম্ন ৪ গিগাবাইট র‌্যাম ও ৬৪ গিগাবাইট স্টোরেজসহ ৬৪ বিট এআরএম প্রসেসর থাকতে হবে।

এই ঘোষণার পর অনেকে মনে করছেন, উইন্ডোজ ব্যবহারকারীদের একটি নতুন পিসি কিনতে পরোক্ষভাবে বাধ্য করতে চায় মাইক্রোসফট। সূত্র : দ্য ভার্জ