বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে মালদ্বীপে ফ্রি মেডিকেল ক্যাম্প

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রবাসী বাংলাদেশী চিকিৎসকদের সহযোগিতায় মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশন কর্তৃক ২০, ২৭ আগষ্ট ও ৩ সেপ্টেম্বর তারিখে ধামানাভাসি মালে হাসপাতাল প্রাঙ্গণে “ফ্রি ফ্রাইডে ক্লিনিক” আয়োজন করা হয়।

উক্ত ক্লিনিক সমূহে তিন দিনে মোট ২৩৭ জন প্রবাসী বাংলাদেশীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করা হয়। উল্লেখ্য, বাংলাদেশের বায়ো ফার্মা এবং মালদ্বীপের লাইফ সাপোর্ট ফ্রি ফ্রাইডে উপলক্ষে বিনামূল্যে ঔষধ সরবরাহ করে।

এদিকে, বিনামূল্যে মানসম্মত চিকিৎসা ও ওষুধ পেয়ে খুশী। এই সময়ে “ফ্রি ফ্রাইডে ক্লিনিক” উপস্থিত থেকে সর্ববিষয়ে খোঁজখবর নিয়েছেন দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ সোহেল পারভেজ তৃতীয় সচিব মিজানুর রহমান ভূঁইয়া এবং দূতাবাসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা এই সময় উপস্থিত ছিলেন।