নাভারনে মৎস্য জীবী লীগের গাছের চারা ও সুরক্ষা সামগ্রী বিতরণ

যশোর জেলা মৎস্য জীবী লীগের পক্ষ থেকে নাভারন মাছ বাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের মোকাবিলা ও সাধারণ মানুষের পুষ্টি চাহিদা পূরনের লক্ষ্যে ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করেন জেলা মৎস্য জীবী লীগের আহবায়ক মো আবু তোহা।

এছাড়া অবহেলিত মৎস্য জীবী, মাছ চাষী, মাছব্যবসায়ী ও জেলে দের মাঝে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার, হাতধোয়া সাবান ও খাওয়ার স্যালাইন বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা মৎস্য জীবী লীগের আহবায়ক রমজান আলী, যুগ্ম আহবায়ক আবদুল ওয়াহেদ, আজবাহার হোসেন, শরিফুল ইসলাম, সদস্য সচিব খায়রুল ইসলাম ও ঝিকরগাছা উপজেলা মৎস্য জীবী লীগের আহবায়ক মোঃ ফারুক হোসেন প্রমুখ।