যুক্তরাষ্ট্র-চীনকে সতর্ক করলেন গুতেরেস

antonio guterres - us united nation

সম্ভাব্য নতুন ‘শীতল যুদ্ধ’ নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনকে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

জাতিসংঘের অধিবেশন সামনে রেখে গুতেরেসএ আহ্বান জানান। খবর আলজাজিরার।

জাতিসংঘ মহাসচিব দুই দেশকে তাদের সম্পর্ক পুনর্গঠনের আহ্বান জানান। গুতেরেস বলেন, আমাদের যে কোনোভাবে এ স্নায়ুযুদ্ধকে এড়িয়ে যেতে হবে, যা আগের স্নায়ুযুদ্ধ থেকে হবে আলাদা।

এটা হবে সম্ভবত আরও বেশি জটিল ও সমাধান করার ক্ষেত্রে কঠিন। শনিবার বার্তাসংস্থা এপিকে দেয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘ মহাসচিব বলেন, দুর্ভাগ্যবশত আমরা কেবল সংঘাতে লিপ্ত।

আমাদের দুই পরাশক্তির মধ্যে চলনশীল সম্পর্ক পুনস্থাপন করতে হবে। তথাকথিত একটি স্নায়ুযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে শুরু হয়।

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার মধ্য দিয়ে সমাপ্তি ঘটে এ স্নায়ুযুদ্ধের। স্নায়ুযুদ্ধের কারণে সেসময় বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে মেরুকরণ দেখা গিয়েছিল।