ইমোতে প্রেম, প্রথম সাক্ষাতেই ধর্ষণ

rap

সামাজিক যোগাযোগ মাধ্যম ইমোতে প্রবাসীর সঙ্গে প্রেমের সম্পর্কের একপর্যায়ে প্রথম সাক্ষাতেই ধর্ষণের শিকার হয়েছেন প্রেমিকা!

অমানবিক এ ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়। বৃহস্পতিবার ৩০ সেপ্টেম্বর এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক প্রবাসী আব্দুর রহমানকে (৩৩) আসামি করে ঘাটাইল থানায় ধর্ষণ মামলা করেছেন ভুক্তভোগী নারী।

মামলার বিবরণ থেকে জানা যায়, প্রায় সাত বছর আগে নিজ এলাকার এক যুবকের সঙ্গে বিয়ে হয় ভুক্তভোগী নারীর। বিয়ের দু’তিন বছরের মধ্যে তাদের ঘরে একটি ছেলে সন্তানের জন্ম হয়।

কিন্তু স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তাকে তালাক দেন স্বামী। পরে ওই নারীর সঙ্গে ইমো নম্বরে পরিচয় হয় গোপালপুর উপজেলার মাহমুদপুর গ্রামের ইয়াসিন আলীর প্রবাসী ছেলে আব্দুর রহমানের।

তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক।  কিছুদিন পরেই বিদেশ থেকে দেশে চলে আসেন আব্দুর। পরে গত ২৫ সেপ্টেম্বর মধুপুর উপজেলা সদরে ওই নারীকে (প্রেমিকা) ডেকে আনেন প্রেমিক।

সেদিনই সশরীরে প্রথম দেখা হয় তাদের। সে সময় আব্দুর কৌশলে সেখান থেকে ওই নারীকে নিয়ে ঘাটাইল উপজেলার উত্তর খিলগাতি গ্রামের তুলা মিয়ার বাড়িতে নিয়ে যায় এবং বিয়ে করার আশ্বাস দিয়ে ধর্ষণও করেন। এ ঘটনার পরদিন থেকে ওই নারীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন আব্দুর।

যে কারণে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ঘাটাইল সদর এলাকা থেকে অভিযুক্ত প্রবাসী আব্দুরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার জানান, অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর ডাক্তারি পরীক্ষার জন্য ভুক্তভোগী নারীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সূত্র: বাংলানিউজ