ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে: মাশরাফি

চার লেন সড়ক নির্মাণের কারণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে বলে আশ্বাস দিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

শনিবার ২ অক্টোবর রাতে রূপগঞ্জ কালিবাড়ি মন্দির অফিসে বাজারের ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। মাশরাফি বলেন, নড়াইল শহরের প্রস্তাবিত চার লেন সড়ক নির্মাণের ফলে যে ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন, আমি কথা দিচ্ছি তাদের সবাইকে পুনর্বাসনের ব্যবস্থা করব।

এর আগে মন্দির এলাকায় পৌঁছালে মন্দির কমিটির পক্ষ থেকে নেতারা মাশরাফি বিন মর্তুজাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরিকল্পনা কমিশন সূত্র জানায়, ‘নড়াইল শহরাংশের জাতীয় মহাসড়ক প্রসস্তকরণ ও উন্নয়ন’ শীর্ষক এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৭৯ কোটি ৯৮ লাখ ৯০ হাজার টাকা।

প্রকল্পটি বাস্তবায়ন হলে নড়াইল শহরের সড়ক প্রশস্ত করার মাধ্যমে যানজট নিরসন এবং মহাসড়ক ব্যবহারকারীদের উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে বিষয়টি নিয়ে সম্প্রতি পক্ষে-বিপক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।