প্রবাসীরা দেশে, তাই কমেছে রেমিটেন্স: অর্থমন্ত্রী 

mustafa kamal
ফাইল ছবি

তিন মাস রেমিটেন্স কম এসেছে কেন এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আ হ মুস্তফা কামাল বলেছেন, রেমিটেন্স দেশে কেন কম এসেছে এখনও বলার সময় আসেনি।

করোনার সময় অনেক প্রবাসী বাংলাদেশিরা দেশে এসেছেন। কিন্তু মহামারি করোনাসহ নানা কারণে তারা ঠিকমতো ফিরে যেতে পারেননি বলেই রেমিটেন্স কম এসেছে।

বুধবার ৬ অক্টোরবর অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সভায় ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়ার সময় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এখন প্রবাসীরা বিদেশে যাচ্ছে। সরকার এই বিষয়ে নানা পদক্ষেপ নিয়েছে। আশা করছি তিন মাসের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে।

২০২০ সালে ২৫ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছিল। আশা করছি বছর শেষে ২২ থেকে ২৩ বিলিয়ন ডলার রেমিটেন্স আসবে।

অনেকে প্রণোদনা পাওয়ার আশায় বিদেশে টাকা পাচার করছে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এগুলো অবাস্তব কথা। রেমিটেন্সে অন্য টাকা প্রবেশ করছে এটা ঠিক নয়।

বিষয়টা এই রকমও না। মাছ-শাক সবজিতেও প্রণোদনা দিয়ে থাকি। তাহলে শুধু শুধু কেনই বা রেমিটেন্সকে টার্গেট করা হয়।