কেশবপুরে চোরাই ইজিবাইক বিক্রির সময় ৩ যুবক আটক

যশোরের কেশবপুরে চোরাই ইজিবাইক বিক্রি করার সময় থানা পুলিশ ৩ যুবককে আটক করেছে। শনিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো সাতক্ষীরা সদরের বাটকেখালী এলাকার ফারহান ইসলাম (১৯), আবির হাসান (২০) ও আলাউদ্দীন সরদার (১৯)।

জানা গেছে, কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কনক এন্টারপ্রাইজের পরিচালক একলাছুর রহমান কনকের কাছে শনিবার সন্ধ্যায় সাতক্ষীরা থেকে ৩ যুবক একটি ইজিবাইক বিক্রি করতে আসেন।

ঐ ৩ যুবকের কথাবার্তা সন্দেহজনক মনে হলে একলাছুর রহমান কনক গোপনে পুলিশকে ফোন করে বিষয়টি জানায়। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে হাজির হলে ঐ৩ যুবক দৌড়ে পালানোর চেষ্টা করে।

এ সময় পুলিশ তাদেরকে ধাওয়া করে আটক করে। কেশবপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন বলেন, ঐ ৩ যুবককে গ্রেফতার করে থানায় এনে জিজ্ঞাসাবাদে তারা ইজিবাইক চুরির বিষয়টি স্বীকার করেছে।

চুরির ঘটনাটি সাতক্ষারী জেলার দেবহাটা এলাকায় হওয়ায় ইজিবাইকসহ সেখানকার থানা পুলিশের হাতে তাদেরকে তুলে দেয়া হয়েছে।