রাজকারপুত্রকে মনোনয়ন দেয়ায় আ’ লীগের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ

যশোরের বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নে রাজকারপুত্র বিল্লাল হোসেনকে মনোনয়ন দেয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।

এটি সাধারণ নেতাকর্মী ও সমর্থকদের ওপর বোঝা চাপিয়ে দেয়ার মত। স্থানীয় এমপি রনজিৎ কুমার রায় নিজের আধিপত্য বিস্তারের জন্য এ কাজটি করেছেন।

বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন রায়পুরবাসী। স্থানীয় আওয়ামীলীগ ও মুক্তিযোদ্ধাদের ব্যানারে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাসান নাসির, রায়পুর ইউনিটের সাবেক কমান্ডার ইরাদত হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, ইয়াকুব আলী, উতার হোসেন, আওয়ামীলীগ নেতা ফয়সাল আহমেদ মিল্টন, বায়েজিদ হোসেন প্রমুখ।

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়েছে, বিল্লাল হোসেনের পিতা মোহাম্মদ আলী তৎকালীন ইউনিয়ন পিচ কমিটির চেয়ারম্যান ছিলেন। এসব জানার পরও বাঘারপাড়া-৪ আসনের সংসদ সদস্য রনজিৎ কুমার রায় তাকে মনোনয়ন পাইয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

সাংসদ রনজিৎ নিজের অবস্থান টিকিয়ে রাখতে বিল্লাল হোসেনের মত রাজাকার ও যুদ্ধাপরাধী পরিবারের অনেককেই আওয়ামীলীগের রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছেন।

স্থানীয় আওয়ামীলীগ এর প্রতিবাদ করলেও তা কানে তোলেননি সাংসদ। বরংচ তিনি সকলের মতামতকে উপেক্ষা করে কেন্দ্রকে ভুল বুঝিয়ে অভ্যন্তরীণ কোন্দলকে উস্কে দিয়েছেন।