৩ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু

তিন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ। শনিবার (১৩ নভেম্বর) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়গুলোর স্ব স্ব কেন্দ্রে শুরু হয়েছে এ পরীক্ষা।

বিশ্ববিদ্যালয়গুলো হলো- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।

ভর্তি পরীক্ষায় তিন হাজার ২০১টি আসনের বিপরীতে মোট ২৫ হাজার ৬৪৭ পরীক্ষার্থী অংশ নেবেন।

পরীক্ষা ‘ক’ এবং ‘খ’ দুটি গ্রুপে অনুষ্ঠিত হবে। চুয়েট ক্যাম্পাসে ৫০০০১-৫৭৪৫৫ এবং ৫৮৫০১-৫৯৫৪৫, কুয়েট ক্যাম্পাসে ৬০০০১-৬৬৯৬৩ এবং ৬৮৫০১-৬৯৪৮৪ ও রুয়েট ক্যাম্পাসে ৭০০০১-৭৮১৯২ এবং ৭৮৫০১-৭৯৫০৮ রোলধারী শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।

সমন্বিত এ ভর্তি পরীক্ষায় চুয়েটের ৯০১টি আসন, কুয়েটের এক হাজার ৬৫টি আসন এবং রুয়েটের এক হাজার ২৩৫টি আসন রয়েছে।