সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

সিরিয়ায় ইহুদিবাদী ইসরায়েলের বিমান হামলায় অন্তত চার জন নিহত হয়েছেন। এদের মধ্যে দু’জন বেসামরিক নাগরিক। তবে অপর দু’জন বেসামরিক নাগরিক, না সৈন্য তা জানা যায়নি।

বুধবার (২৪ নভেম্বর) দেশটির যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা একথা জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জনায়, দেশটিতে লেবাননের হিজবুল্লাহ গ্রুপের অনুগত যোদ্ধাদের একটি ঘাঁটি লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

এদের মধ্যে দু’জন বেসামরিক নাগরিক। ব্রিটেন ভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস প্রদেশের তিনটি গ্রামের কাছের একটি এলাকা লক্ষ্য করে ইসরাইল ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

এদিকে সামরিক কর্মকর্তার বরাত দিয়ে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানায়, সেখানে ভোর রাতে চালানো এ বিমান হামলায় দু’জন বেসামরিক নাগরিক নিহত ও সাতজন আহত হয়েছেন।