ভারতে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি

স্বাধীনতার পর এই প্রথমবারের মতো ভারতে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। নতুন এক সমীক্ষায় দেশটিতে নারী ও পুরুষের অনুপাত হয়েছে ১০২০:১০০০।

অর্থাৎ এখন প্রতি ১০২০ নারী পিছু পুরুষের সংখ্যা ১০০০ জন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়, ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয় ‘জাতীয় পরিবার ও স্বাস্থ্য জরিপ-৫’ (এনএফএইচএস-৫) এ তথ্য জানানো হয়েছে।

২০১৫-২০১৬ সালে এনএফএইচএস-৪’এর প্রকাশিত রিপোর্টে প্রতি ১০০০ জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা ছিল ৯৯১ জন।

তবে কেবল নারী-পুরুষের অনুপাতই নয়, জন্মের সময় লিঙ্গ অনুপাতও তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে ভারতে।

দেশটির ১৪টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের প্রায় ৬ লাখ বসতবাড়িতে এই জরিপ চালায় বলে জানা গেছে। ওই রাজ্যগুলির জনসংখ্যা, জন্মহার, শিশুদের স্বাস্থ্য,

পরিবার কল্যাণ, পুষ্টি ও স্বাস্থ্য সম্পর্কিত অন্য বিষয়গুলিও পর্যালোচনা করা হয়েছে।

ভারতের জাতীয় পরিবার ও স্বাস্থ্য জরিপের রিপোর্ট অনুযায়ী, প্রজননের সংখ্যাতেও এসেছে নিয়ন্ত্রণ এসেছে।

২০১৫-১৬ সালের রিপোর্ট অনুযায়ী দেশে প্রতি নারী পিছু সন্তানের সংখ্যা ছিল ২.২ সেখানে ২০১৯-২১ সালের রিপোর্ট অনুযায়ী প্রতি নারী পিছু সন্তান এসে দাঁড়িয়েছে ২।