দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে মঙ্গলবার ৩০ নভেম্বর বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করবে বিএনপি।
কেন্দ্রীয়ভাবে নয়াপল্টনে দলের কার্যালয়ের সামনের সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সোমবার ২৯ নভেম্বর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির কথা সংবাদ সম্মেলন করে জানান।
রিজভী বলেন, বিএনপির উদ্যোগে বেলা ১টায় নয়াপল্টনে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে মৌখিক অনুমতি পাওয়া গেছে।