টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে টসে হেরে বোলিংয়ে নামছে মুমিনুলের দল। তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। পাকিস্তান মাঠে নেমেছে অপরিবর্তন একাদশ নিয়ে।

এদিকে পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ৮ উইকেটে হেরে এরই মধ্যে পিছিয়ে রয়েছে মুমিনুলের দল। সিরিজে সমতা ফেরাতে হলে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প কিছু দেখছেন না বাংলাদেশ অধিনায়ক।

এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হচ্ছে তরুণ ব্যাটার মাহমুদুল হাসান জয়ের, যিনি ২০২০ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে বিশ্বকাপ জেতাতে রেখেছিলেন বড় ভূমিকা। এরপর ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করে পাকিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াডে ডাক পেলেন তিনি।

৩ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। জয় সুযোগ পেয়েছেন অসুস্থতায় এই টেস্ট থেকে ছিটকে পড়া ওপেনার সাইফ হাসানের জায়গায়। পেসার আবু জায়েদ চৌধুরী রাহীর জায়গায় নেওয়া হয়েছে খালেদ আহমেদকে। ইয়াসির আলী চৌধুরী রাব্বির জায়গায় চোট কাটিয়ে দলে ফিরেছেন সাকিব আল হাসান।

একনজরে দুই দলের একাদশ

বাংলাদেশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, খালেদ হোসেন।

পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হাসান আলী, নোমান আলী, সাজিদ খান ও শাহীন শাহ আফ্রিদি।