আচরণ বক্তব্যে বিতর্ক কাম্য নয় : শিক্ষামন্ত্রী

dipu moni
ফাইল ছবি

আওয়ামী লীগ ও এই সরকারে থেকেও কেউ কেউ বেফাঁস মন্তব্য করছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেছেন, জনগণের কাছে যা কিছু গ্রহণযোগ্য নয় তা আওয়ামী লীগের কাছেও গ্রহণযোগ্য না।

বুধবার ৮ ডিসেম্বর চাঁদপুর আউটার স্টেডিয়ামে মহান মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী আরো বলেন, কেউ কেউ বিভিন্ন আচরণ কিংবা কথার মাধ্যমে নিজেদের বিতর্কিত করছেন। এরমধ্যে অনেকেই সরকারের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। খুবই দুঃখজনক, এটি আমাদের কাম্য নয়।

বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের দল, শেখ হাসিনা সরকার জনগণের সরকার। সরকার, আওয়ামী লীগ এবং জনগণের কাছে যা গ্রহণযোগ্য নয়, অর্থাৎ সরকার ও জনগণ তার বিরুদ্ধে সবসময় অবস্থান নিবে।

যদি সে দলের হয়, সরকরের হয় তাকে সেখান থেকে অপসারণ করা হবে। এরই মধ্যে অনেককে অপসারণ করা হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।