খালেদার বিদেশে চিকিৎসার বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত

anisul haq
ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য নেয়ার বিষয়ে কিছু দিনের মধ্যেই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার ৮ ডিসেম্বর গুলশানে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, ৪০১ ধারা অনুযায়ী দরখাস্ত নিষ্পত্তি হলে তা বিবেচনার আর কোনও সুযোগ থাকে না। আমি যে আইনি ব‍্যাখ‍্যা দিয়েছি সেটাই সঠিক।

তবে পরে আমার সঙ্গে ১৫ জন আইনজীবী দেখা করেছেন। তারা যেই বক্তব্য দিয়েছেন। এমন নজির উপমহাদেশের কোনও আদালতে আছে কি না আমি তা দেখছি।

আমার দেখা এখনো শেষ হয়নি। শিগগিরই এ বিষয়ে আমি আপনাদের জানাবো। প্রতিমন্ত্রী মুরাদ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনও তাকে দল থেকে বহিষ্কার করা হয়নি।

বহিষ্কারের সুপারিশ এসেছে এটা নিষ্পত্তি হলে তখন এ নিয়ে মন্তব্য করব। তিনি বলেন, আমি তার কর্মকাণ্ডে ব‍্যক্তিগতভাবে গভীরভাবে ক্ষুব্ধ। আশা করি ভবিষ্যতে কোনও বিবেকবান মানুষ এমন কাজ আর করবে না।