পারিবারিক নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক মিথিলার

পারিবারিক নির্যাতন বন্ধের ডাক দিলেন মডেল-অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলা। পরিবারে নানা অন্যায় মুখ বুঝে সহ্য করতে হয় নারীদের।

এসব যে সহ্য করতে হবে- তা নারীদের শেখান নিজ পরিবারের সদস্যরাই। ফলে তারা এসবের বিরুদ্ধে লড়ার সাহসটুকুও পান না। এবার তাতে পরিবর্তন আনার ডাক দিলেন মিথিলা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় মিথিলা বলেন, ছোটবেলা থেকেই আমরা এমন কিছু কথা শুনেছি যেগুলো পারিবারিক নির্যাতনকে আমাদের সমাজে আরও স্বাভাবিক করে তুলছে।

যেমন মেয়েদের কন্ট্রোল করতে হয়, বাসর রাতে বিড়াল মারতে হয়, লাল শাড়িতে যাবে, সাদা শাড়িতে আসবে, স্বামীর রাগের সাথে মানিয়ে চলতে হবে, রাত করে বাড়িতে ফিরলে মারতো খাবেই।

এসব কথা সমাজে পারিবারিক নির্যাতনকে স্বাভাবিক করেছে। আসুন আমরা সবাই মিলে এরকম কথা বলা বা শোনাকে প্রতিহত করি, আমরা সবাই মিলে পারিবারিক নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াই।