রাজস্ব সংগ্রহ করতে হবে করদাতাদের কষ্ট না দিয়ে: অর্থমন্ত্রী

mustafa kamal
ফাইল ছবি

করদাতাদের কষ্ট না দিয়ে রাজস্ব সংগ্রহ করতে হবে। কর দেয়ার নিয়মকানুন সহজ করে এবং আওতা সম্প্রসারণ করে রাজস্ব সংগ্রহ বাড়ানো যায়।

শুক্রবার জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ পরামর্শ দেন।

রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয় রাজস্ব বোর্ড ওই মতবিনিময় সভার আয়োজন করে।

এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি মো. জসিম উদ্দিন।

অর্থমন্ত্রী বলেন, জনগণ কর দিতে চায়, কিন্তু ভয় পায়। এই ভয় দূর করতে এমন পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে নির্বিঘ্নে কর দেওয়া যায়। এ জন্য আইনকানুন, ফরম সহজ করতে হবে।

তা হলে জনগণ কর দিতে এগিয়ে আসবে, রাজস্ব সংগ্রহও বাড়বে। তিনি রাজস্ব কর্মকর্তাদের উদ্দেশে বলেন, রাজহাঁসের যত খুশি পালক তোলো ক্ষতি নেই, কিন্তু খেয়াল রাখতে হবে, হাঁস যাতে ব্যথা না পায়।