ঝিনাইদহ সদর উপজেলার টিকারী বাজারে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধরে ফুটবল প্রতিকের মেম্বর প্রার্থী মাহমুদুল হক পলাশ এর মৃত্যু ও পুলিশের ওপর হামলার ঘটনায় ঝিনাইদহ সদর থানায় ৪০ জনের নাম উল্লেখসহ আরও ৩০ জনকে অজ্ঞাত করে মামলা হয়েছে।
শুক্রবার রাতে নারিকেলবাড়িয়া ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম বাদী হয়ে ৪০ জনের নাম উল্লেখসহ আরও ৩০ জনকে অজ্ঞাত করে ঝিনাইদহ সদর থানায় মামলা দায়ের করে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, গত বুধবার রাতে সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের টিকারী বাজারে নৌকা ও সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোটরসাইকেল ও নির্বাচনী কার্যালয় ভাংচুরের ঘটনা ঘটে।
এসময় এক ইউনিয়ন পরিষদ সদস্য প্রার্থীকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ সদস্য পলাশ মারা গেলে সকালে নারিকেলবাড়িয়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক এসআই তৌহিদুল ইসলাম সঙ্গীর ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায়।
সেখানে নৌকা প্রতীকের সমর্থকরা উত্তেজিত হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে সে আহত হলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তিকরা হয়।
উল্লেখ্য,গত বুধবার রাতে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধরে মাহমুদুল হক পলাশ নামের ফুটবল প্রতিকের মেম্বর প্রার্থীর মৃত্যু অভিযোগ করেছে নিহতের পরিবার।
নিহত পলাশ টিকারী গ্রামের লুলু মুন্সির পুত্র ও এবারের নির্বাচনে ওই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ফুটবল প্রীতিকের মেম্বর প্রার্থী ছিলেন।