ঝিনাইদহে ফেন্সিডিল ও গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

ঝিনাইদহে ফেন্সিডিল ও গাঁজাসহ ০৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে ঝিনাইদহ র‌্যাব-৬।রোববার (ঝিনাইদহ ক্যাম্প)র‌্যাব-৬, সিপিসি-২ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে জেলার কোটচাঁদপুর উপজেলার বেনে পাড়া গ্রামস্থ এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে অভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে কোটচাঁদপুর উপজেলার বেনে পাড়া গ্রামে অভিযান পরিচালনা করে।

এ সময় জেলা শহরের পবোহাটি গ্রামের শ্রী বিশ্বাসের পুত্র শ্রী রাজন বিশ্বাস (২৮),সদর উপজেলার হাটগোপালপুর গ্রামের মোঃ মনির হোসেন এর পুত্র মোঃ আকরাম হোসেন(২৪) চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার সুলতানপুর গ্রামের মৃত জমশেদ শেখের পুত্র মোঃ মুনছুর আলী (৫৫), এবং একই গ্রামের মোঃ মনছুর আলীর পুত্র মোঃ রমজান আলী(২৬)কে ঝিনাইদহ র‌্যাব-৬ গ্রেফতার করে।

এসময় উপস্থিত সাক্ষীদের সামনে থেকে গ্রেফতারকৃতদের নিকট হতে ৫’শ ১০ বোতল ফেন্সিডিল, ১০ কেজি গাঁজা, ০৮টি মোবাইল, ১৪টি সিমকার্ড এবং নগদ ২’হাজার ৫’শ ৭০ টাকাসহ উদ্ধার পূর্বক জব্দ করে।

গ্রেফতারকৃতদেরকে কোটচাঁদপুর থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।