লঞ্চে আগুন: ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা চেয়ে রিট

ঝালকাঠির সুগন্ধা নদীতে যাত্রীবাহী অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে নিহত ও দগ্ধ ব্যক্তির স্বজনদের ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে।

রোববার (২৬ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন।

রিটে নিহতদের পরিবারকে ৫০ লাখ এবং দগ্ধদের ২০ লাখ দিতে আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে।

পাশাপাশি এ ঘটনায় সরকারের পক্ষ থেকে বিচার বিভাগীয় তদন্তের জন্য কমিটি গঠনে আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে।

সোমবার (২৭ ডিসেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে।

ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে ঝালকাঠির সুগন্ধা নদীতে শুক্রবার (২৪ ডিসেম্বর) ভোরের দিকে অভিযান-১০ লঞ্চে আগুন লাগে।

এ পর্যন্ত ৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া দগ্ধ হয়ে হাসপাতালে আছেন অর্ধশতাধিক।