মার্কিন অনুদান ইস্যুতে কোনও চুক্তি করবে না বাংলাদেশ

নিরাপত্তা খাতে মার্কিন অনুদান অব্যাহত রাখার জন্য ওয়াশিংটনের প্রস্তাবে কোনও চুক্তি করবে না বাংলাদেশ। তবে দেশের আইনের সঙ্গে সঙ্গতি রেখে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সম্মতি জানাবে বাংলাদেশ।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন মঙ্গলবার ২৮ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ ইস্যুতে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এ কথা বলেন। পররাষ্ট্র সচিবের সভাপতিত্বে এ বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জানিয়েছেন, অতীতের ধারাবাহিকতায় আগামী দিনেও বাংলাদেশের উন্নয়ন অংশীদার যুক্তরাষ্ট্রের সামরিক অনুদান অব্যাহত থাকবে।

ভবিষ্যৎ অনুদান নিশ্চিতে প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন বাংলাদেশসহ বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির প্রস্তাব করেছে। এটি কান্ট্রি-স্পেসিফিক বা এককভাবে বাংলাদেশের জন্যই, এমন কোনো চুক্তি নয়।

ওই চুক্তির যেসব শর্তাবলী রয়েছে তা বাংলাদেশের মৌলিক অবস্থানের সঙ্গে কনফ্লিক্ট করে না। জানা যায়, বাংলাদেশ ২০১৫ সাল থেকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রায় ৬৫০ কোটি টাকার অনুদান পেয়েছে।

পররাষ্ট্র সচিব বলেন, আগের অনুদানের কোনও হিসাব দিতে হবে না। তবে ২০২২ সালের ১ জানুয়ারি থেকে এ হিসাব দিতে হবে।