যশোরে রাহিতুল ইসলাম পাঠাগারের ফলক উন্মোচন

বিশিষ্ট শিক্ষাবিদ, কথা সাহিত্যক কাজী লুৎফুন্নেসা বলেছেন, আমাদের সন্তানদের আবারও বইমুখি করতে হবে। এই প্রজন্ম বই থেকে দূরে সরে যাচ্ছে। সেক্ষেত্রে লাইব্রেরির বিকল্প নেই।

তিনি  শনিবার সকালে যশোর শহরের আশ্রম রোডে ‘রাহিতুল ইসলাম পাঠাগারের’ ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে এসব কথা বলেন।

তিনি বলেন, রাহিতুল আমার অন্যতম প্রিয় এক ছাত্র। কিন্তু একটা সময় যখন আমি সন্তানহারা, স্বামীহারা হই, ঠিক সেইসময় থেকে আমার বেঁচে থাকার অনুপ্রেরণা সে।

এখন আমিই তাকে শিক্ষক জ্ঞান করি। তিনি বলেন, বয়সে কম হলেও রাহিতুল এখন দেশব্যাপী পরিচিতি লাভ করেছে নিজগুণে। তার লেখা বই এখন বিভিন্ন ভাষায় অনুদিত হচ্ছে।

আইসিটির মতো বিষয়ে সে সহজ সরল ভাষায় গল্প, উপন্যাস, টেলিফিল্ম তৈরি করেছে। দেশ ছাড়িয়ে বহির্বিশ্বে তার নাম ছড়িয়ে পড়ুক, আমাদের সেইটিই প্রত্যাশা।

এরপর তিনি কেক কেটে ও পাঠাগারের ফলক উন্মোচনের মাধ্যমে কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন।
উদ্বোধনের পর রাহিতুল ইসলাম পাঠাগারের উদ্যোগে স্থানীয় মাদ্রাসায় শীতার্ত দুইশত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন শিক্ষাবিদ কাজী লুৎফুন্নেসা।

ফলক উন্মোচন ও কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে রাহিতুলের বাবা শেখ কাইউম, মা শিরিনা বেগম, প্রভাষক সমীর কুমার সরকার, শেখ রমজান, পান্থদেব রায়, সাংবাদিক তৌহিদ জামান প্রমুখ।