যশোরে রাকিব হত্যা মামলার আসামি চান আটক

যশোর শহরের বকচর হুশতলা এলাকায় রাকিব হত্যা মামলার সন্দিগ্ধ আসামি আজাহারুল ইসলাম চাঁন (১৯) আটক করেছে কোতয়ালি থানা পুলিশ।

চাঁন নীলগঞ্জ তাতীপাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে। কোতয়ালি থানার এসআই বিমান তরফদার জানিয়েছেন, মামলার এজাহারভূক্ত আসামি আজিজুর রহমান ওরফে হিটার আজিজকে ইতোপূর্বে আটক করে।

আজিজ হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়। জবানবন্দিতে হত্যার সাথে জড়িত বেশ কয়েক জনের নাম প্রকাশ করে। এদের মধ্যে আজাহারুল ইসলাম চানের কথা উল্লেখ করে।

সে মোতাবেক সোমবার ৩ জানুয়ারি সকাল ১০টার দিকে নীলগঞ্জ তাতীপাড়া থেকে চানকে আটক করা হয়। বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর সন্ধ্যার দিকে বকচর হুশতলা পশ্চিমপাড়ার মৃত আব্দুর রহমান লিটুর ছেলে রাকিব (২৮) হুশতলার মোড়ে চটপটি খেতে যায়।

সে সময় তার প্রতিপক্ষরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে। এই ঘটনায় নিহতের চাচা একটি মামলা করেন।