ফের হাসপাতালে মাহাথির মোহাম্মদ

mahati mohammad

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে আবারও শুক্রবার (৭ জানুয়ারি) হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, কয়েকদিন আগে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল।

এবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট জানিয়েছে, ৯৬ বছর বয়সী মাহাথিরের স্বাস্থ্য পরীক্ষা করে ব্যবস্থা নেয়া হবে। তার বিষয়ে আর বিস্তারিত কিছু জানানো হয়নি।

মাহাথিরের অতীতে হৃদযন্ত্রের সমস্যা ছিল। তার বাইপাস সার্জারি করা হয়েছিল। তিনি মালয়েশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। মোট ২৪ বছর তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি টানা ক্ষমতায় ছিলেন। এরপর ২০১৮ সালে ৯২ বছর বয়সে সংস্কার বাদী জোটের প্রধান হিসেবে ক্ষমতায় ফিরে আসেন। অন্তর্দ্বন্দ্বের কারণে ২০২০ সালেই প্রশাসন ভেঙে পড়ে।