চিকিৎসার জন্য বিদেশ থেকে রোগী আসে বাংলাদেশে

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, বিদেশ থেকে রোগী আসে বাংলাদেশে চিকিৎসা নেয়ার জন্য।

সোমবার ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ইসলামপুরে শেখ হাসিনা ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী তার মেয়ের উদাহরণ দিয়ে বলেন, আমার ছোট মেয়ে দেশের বাহিরে অস্ট্রেলিয়ায় থাকেন। সে সেখানে অসুস্থ হয়ে পড়েছিল। সেখানকার ডাক্তার বলেছিলেন অপারেশন করতে হবে।

তখন আমি আমাদের দেশের ডাক্তারদের সাথে পরামর্শ করে তাকে দেশে এনে অপারেশন ছাড়াই চিকিৎসা করাই। এখন সে পুরোপুরি সুস্থ হয়ে আবার দেশের বাহিরে চলে গিয়ে সেখানকার ডাক্তার দেখান।

তারা দেখে অবাক হয়ে বলেছে বাংলাদেশের ডাক্তার এত উন্নতমানের চিকিৎসা করেন। তখন থেকে সেই রোগের রোগীরা ওই দেশ থেকে এসে বাংলাদেশে চিকিৎসা নেন।