লোহাগড়ার বিএনপির পকেট কমিটি ঘোষণার প্রতিবাদে মানববন্ধন

নড়াইলের লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়নে বিএনপির পকেট কমিটি ঘোষণার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ইতনা ইউনিয়ন বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীদের উদ্যোগে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ইতনা চৌরাস্তা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়া প্রতিবাদ সভা হয়েছে।

এ সময় বক্তব্য রাখেন-জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও উপজেলা সভাপতি সালেহা বেগম, লোহাগড়া পৌর মহিলা দলের সভাপতি পৌর কাউন্সিলর খালেদা বেগম, লোহাগড়া পৌর বিএনপির নেতা শামসুল হক আজাদ, ইতনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সস্পাদক রইচ উদ্দিন পলু,

বিএনপি নেতা শেখ আইয়ূব আলী, শেখ শহিদুল ইসলাম, মোল্যা তানভীর রহমান, তরিকুল ইসলাম, বাবুল শিকদার, লোহাগড়া উপজেলা যুবদলের সদস্য সচিব আহাদুজ্জামান বাটু, যুগ্মআহবায়ক নাজমুল হুদা, পৌর বিএনপি নেতা ইব্রাহিম, জয়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা লিটু,

লোহাগড়া উপজেলা কৃষকদলের সভাপতি মোল্যা মতিয়ার রহমান, জেলা ছা্ত্রদলের যুগ্মসাধারণ সম্পাদক প্রকৌশলী তায়জুল হাসান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসিফ আরাফাত, লোহাগড়া সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক ফরহাদ ইসলাম, যুগ্মআহবায়ক নাঈম শরীফসহ অনেকে।

বক্তারা বলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্দেশ না মেনে লোহাগড়া উপজেলা বিএনপির আহবায়ক জিএম নজরুল ইসলাম ও সদস্য সচিব কাজী সুলতানুজ্জামান সেলিম ঘরে বসে ১২টি ইউনিয়নের পকেট কমিটি ঘোষণা করেছেন। গঠনতন্ত্রের নিয়ম-নীতি মানা হয়নি।

যোগ্য ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়নি। এ অবৈধ কমিটি আমরা মানি না। এক্ষেত্রে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের মদদ রয়েছে।

এ ব্যাপারে নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, ইউনিয়ন কমিটি করার দায়িত্ব উপজেলা বিএনপির। তারা কোনো অনিয়ম করলে জেলাকে লিখিত ভাবে জানাতে হবে।