রুশ সৈন্য প্রত্যাহার আমরা দেখতে পাইনি: ইউক্রেন

ইউক্রেন সীমান্ত থেকে কিছু সেনা ঘাটিতে ফিরিয়ে নেওয়া হয়েছে। রাশিয়ার এমন দাবির প্রেক্ষিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সীমান্ত থেকে রুশ সৈন্য প্রত্যাহারের কোনও ঘটনা এখনও আমরা দেখতে পাইনি।

বুধবার ১৬ ফেব্রুয়ারি এক সামরিক প্রশিক্ষণস্থল থেকে বিবিসি-র সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, সত্যি বলতে আমরা আমাদের বাস্তবতার আলোকে প্রতিক্রিয়া জানাই । আমরা এখনও কোনও প্রত্যাহার দেখতে পাচ্ছি না। আমরা শুধু শুনেছি।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, সামরিক উপস্থিতি যখন প্রত্যাহার করা হবে তখন সবাই তা দেখতে পাবে। কিন্তু আপাতত এটাই শুধু বিবৃতি।

হুমকির বিষয়ে তিনি বলেন, আমি অনেকবার বলেছি হুমকির বিষয়ে আমরা শান্ত আছি। কারণ এই হুমকি যে এখন শুরু হয়েছে তা নয়, এটি বহু বছর ধরে হয়ে আসছে।

ইউক্রেনে আগ্রাসনের পরিকল্পনার কথা বরাবরই অস্বীকার করে আসছে রাশিয়া। যদিও দেশটির সীমান্তে এক লাখের বেশি সেনাসমাবেশ ঘটিয়েছে মস্কো।

এদিকে, স্থানীয় সময় মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাশিয়ার সেনাবাহিনী জানায়, ইউক্রেন সীমান্ত থেকে কিছু সেনা ঘাটিতে ফিরিয়ে নিয়েছে তারা।