ইউক্রেনে নির্বিচার গোলা বর্ষণের নিন্দায় ইইউ

eeu

ইউক্রেনের পূর্বাঞ্চলে বেসামরিক এলাকায় ভারী অস্ত্রের ব্যবহার ও বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচার গুলি চালানোর ঘটনায় নিন্দা জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন-ইইউ।

সংস্থাটি ইউক্রেন সীমান্ত থেকে রুশ সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। সাথে নিরপরাধ বেসামরিক নাগরিকরা যাতে কোনো রকমের ক্ষয়ক্ষতির শিকার না হয় সেদিকে দুই পক্ষকেই খেয়াল রাখতে বলা হয়েছে।

পূর্ব ইউক্রেনের ছিটমহলে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের সাথে ইউক্রেন সেনাবাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। এই ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতিতে, ভারী অস্ত্র ব্যবহার করে বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচারে গোলা বর্ষণ না করার আহ্বান জানানো হয়।

বলা হয়েছে, এতে আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং মিনস্ক চুক্তি পরিষ্কারভাবেই লঙ্ঘন করা হচ্ছে। রাশিয়ার উস্কানির মুখে ইউক্রেনকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে ইইউ।