ভারতে পাচারের শিকার হাসিনা ২ বছর জেল খেটে দেশে ফিরেছে 

ভারতে পাচারের শিকার হাসিনা খাতুন নামে এক নারী ২ বছর জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফিরেছে বেনাপোল চেকপোষ্ট দিয়ে।

বুধবার বেলা সাড়ে ৫টার সময় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা নারী হলো বাগেরহাট জেলার খন্ডকাটা গ্রামের ইছহাক হাওলাদারের মেয়ে হাসিনা খাতুন (২৩)। ফেরত আসা নারী জানান, ভারতের মহারাষ্ট্রে বাসা বাড়ির কাজের সময় পুলিশের কাছে ধরা পড়ে।

এরপর সেখানকার একটি বেসরকারী শেল্টার হোমে সে আদালতের মাধ্যেমে ২ বছর থাকে। আমি পাসপোর্ট বাদে দালালদের মাধ্যেমে সীমান্ত পথে ভারত গিয়েছিলাম।

বেনাপোল ইমিগ্রেশন ওসি মোঃ রাজু জানান পাচার হওয়া একজন নারী ২ বছর পর ভারত থেকে ফেরত এসেছে। তাকে ইমিগ্রেশন এর আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জাস্টিস এন্ড কেয়ার এর ফিল্ড অফিসার রোকেয়া খাতুন জানায়, ফেরত আসা নারীকে যশোর তাদের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। এরপর পরিবারের সাথে যোগাযোগ করে তাকে হাতে তুলে দেয়া হবে।