দক্ষিণ কোরিয়ায় আওয়ামী লীগের আহবায়ক কমিটি গঠন

দক্ষিণ কোরিয়ায় ২০১৬ সালের নভেম্বরে প্রথম আওয়ামী লীগ কমিটি গঠন করা হয়। কমিটির মেয়াদ ২ বছর হলেও দীর্ঘ ৬ বছর সম্মেলন করে নতুন কমিটি না হওয়ায় এই কমিটির সভাপতি আব্দুল মতিন এর উপস্থিতিতে আওয়ামী লীগের নেতৃবৃন্দ কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন আহবায়ক কমিটি গঠন করেন।

সবার অনুমতিক্রমে আগের কমিটির সহসভাপতি তালুকদার ওবায়দুল ইসলাম, রফিকুল ইসলাম ভুট্টো কে আহ্বায়ক ঘোষণা করে ৯ সদস্যের একটি কমিটি গঠন করেন।

রফিকুল ইসলাম ভুট্টো তিনি একজন ব্যবসায়ী বাংলাদেশ থেকে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়।

দক্ষিণ কোরিয়ার আওয়ামী লীগের কমিটি নিস্তেজ হয়ে পড়েছিলেন কারন, দক্ষিণ কোরিয়া থেকে এই কমিটির যারা কর্ণধর ছিলেন অনেকেই দেশে চলে গিয়েছেন।

তার মধ্যে রফিকুল ইসলাম রফিক তিনি বর্তমান ফরিদপুরের বোয়ালমারির এক ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, মনোজ প্রভাকর তিনিও বাংলাদেশের ব্যবসায় নিয়োজিত আছেন,

খুলনার মেহেদী হাসান বস্ত্র প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের এপিএস হিসেবে কর্মরত আছেন, মায়মুর সুলতান নাটোরের এক পৌরসভার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং কোরিয়া থেকে গিয়ে অনেকে ব্যবসা-বাণিজ্য বিভিন্ন কাজের সংযুক্ত হয়ে আছেন বিধায়,

কোরিয়ার আওয়ামী লীগের কমিটি নিস্তেজ ছিল এতদিন। তাই বর্তমান কমিটির সিনিয়র নেতৃবৃন্দ নতুন কমিটি ঢেলে সাজানোর উদ্যোগ নিয়ে কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং তিন মাসের মধ্যে নতুন উদ্যোগে শক্তিশালী একটি আওয়ামী লীগ কমিটি উপহার দেয়ার আশা ব্যক্ত করেন।