ইউক্রেনের আকাশসীমা নিয়ন্ত্রণে ব্যর্থ রাশিয়া: যুক্তরাজ্য

ইউক্রেনের আকাশসীমা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে রাশিয়া। অথচ ইউক্রেনে মস্কোর মূল উদ্দেশ্যগুলোর মধ্যে একটি দেশটির আকাশ নিয়ন্ত্রণে নেয়া। শনিবার যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

গোয়েন্দা তথ্যের সর্বশেষ আপডেট বলছে, ইউক্রেনের আকাশসীমা নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় নিজেদের আকাশ থেকেই উৎক্ষেপণ করা ‘স্ট্যান্ড-অব’ অস্ত্রের ওপর নির্ভর করতে হচ্ছে মস্কোকে। খবর বিবিসির

প্রতিবেদন বলছে, ইউক্রেনে হামলা শুরুর প্রথম কয়েক দিনের মধ্যে রাশিয়ার মূল উদ্দেশ্যগুলোর মধ্যে একটি ছিল, আকাশসীমা নিয়ন্ত্রণে নেয়া। কিন্তু সেই উদ্দেশ্য ক্রমাগত ব্যর্থ হওয়ায় মস্কোর অভিযাত্রা উল্লেখযোগ্য ভাবে ভোঁতা হয়ে গেছে।

ইউক্রেনে রাশিয়ার হামলার শুরুর হয়েছে ২৫ দিন হতে যাচ্ছে রোববার। মারিউপোলের মেয়র বলছেন, শহরটির কেন্দ্রস্থলের রাস্তায় ব্যাপক লড়াই চলছে।

বোমা বিধ্বস্ত থিয়েটারের বেসমেন্টে আটকে থাকা শত শত মানুষকে উদ্ধারের প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে।