ইউক্রেন সংকটে ইতিহাসের সঠিক পাশে দাঁড়িয়েছে চীন

ইউক্রেনে হামলার জের ধরে বিশ্বের অধিকাংশ দেশই সরাসরি রাশিয়ার নিন্দা জানিয়েছে। অনেকে মস্কোর ওপর বিভিন্নভাবে নিষেধাজ্ঞা জারি করেছে।

তবে চীন সরাসরি কারো পক্ষে অবস্থান নেয়নি। তারা বলেছে, বেইজিং যুদ্ধের বিপক্ষে। আলজাজিরার খবরে বলা হয়েছে, শনিবার ১৯ মার্চ সন্ধ্যায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সাংবাদিকদের বলেছেন, ইউক্রেন সংকটে চীন ইতিহাসের সঠিক পাশে দাঁড়িয়েছে।

এবং তা বেশিরভাগ দেশের ইচ্ছার সঙ্গে সঙ্গতিপূর্ণ। তিনি বলেন, চীন কখনোই বাইরের কোনো ধরনের চাপ মেনে নিবে না। একই সঙ্গে চীনের বিরুদ্ধে যেকোনো ভিত্তিহীন অভিযোগ ও সন্দেহের বিরোধিতা করে বেইজিং।

আমরা সবসময় শান্তি বজায় রাখার পক্ষে এবং যুদ্ধের বিরোধী। এদিকে, রুশ আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে এবং পশ্চিমাদের সঙ্গে হাত মেলাতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেন।

তবে মস্কোর ওপর বেইজিং নিষেধাজ্ঞা দিতে পারে, এমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তারা সংঘাত থেকে কূটনৈতিক দূরত্ব বজায় রাখছে। এমনকি রুশ আগ্রাসনের নিন্দা জানাতে জাতিসংঘে ভোট দেওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে।