১০ মিনিটের চার্জে ১২ ঘণ্টা চলবে এই স্মার্টফোন

mobile lifestyle

নতুন ফাইভ-জি স্মার্টফোন নিয়ে এলো মটোরোলা। যার মডেল মটোরোলা এজ২০ ফিউশন ৫জি। সম্প্রতি রাজধানীর যমুনা ফিউচার পার্কে গ্যাজেট অ্যান্ড গিয়ার শপে ফোনটি উন্মোচন করা হয়।

৫ হাজার এমএইচ ব্যাটারিসহ রয়েছে ৩০ ওয়াটের চার্জার। মটোরোলার দাবি, নতুন স্মার্টফোনটি ১০ মিনিট চার্জ দিলেই একটানা ১২ ঘণ্টা পর্যন্ত চলবে।

মটোরোলা এজ২০ ফিউশন ফোনে রয়েছে ১৩টি ব্যান্ড। ফলে ফোনটি বিশ্বের যেকোনও দেশে ব্যবহার করা যাবে। পেছনের মূল ক্যামেরাটি ১০৮ মেগাপিক্সেলের।

সেলফি ক্যমেরাটি ৩২ মেগাপিক্সেলের। সব মিলিয়ে রয়েছে ৩টি ক্যামেরা। এতে রয়েছে ৯০ হার্জ রিফ্রেশ রেটের ১০ বিট অ্যামোলেড ডিসপ্লে। এটি সহজেই পিসির সঙ্গে যুক্ত করে ব্যবহার করা যাবে।

৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম ভ্যারিয়েন্টের দাম ৩৬ হাজার ৯৯৯ টাকা। ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি রম ভ্যারিয়েন্টের সেটের দাম পড়বে ৩৮ হাজার ৯৯৯ টাকা।