যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী হিসেবে অভিহিত করেন। এর মাধ্যমে দ্বিতীয়বারের মতো রুশ প্রেসিডেন্টকে যুদ্ধাপরাধী বলেছেন মার্কিন প্রেসিডেন্ট।
আর বাইডেনের এমন মন্তব্যের পর নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভের কাছে এ বিষয়ে জিজ্ঞেস করা হয়।
এ প্রশ্নের জবাবে তিনি বলেন, পুতিনকে যুদ্ধাপরাধী হিসেবে অভিহিত করা অগ্রহণযোগ্য। যুক্তরাষ্ট্রের নেতার মুখে এমন কথা মানায় না।
ইউক্রেনের বুচা শহরে বেশ কয়েকজন বেসামরিক সাধারণ মানুষের মরদেহ রাস্তায় পড়ে থাকার ছবি বিশ্বজুরে ভাইরাল হয়েছে।
এই ছবিগুলো দেখেই পুতিনকে যুদ্ধাপরাধী হিসেবে অভিহিত করেন বাইডেন। তাছাড়া বিশ্বনেতারাও বুচার ঘটনায় রাশিয়ার সমালোচনা করছেন।
তারা এটিকে সুষ্পষ্ট গণহত্যা হিসেবে অভিহিত করেছেন এবং এর বিচার দাবি করেছেন। তবে রাশিয়ার পক্ষ থেকে ফের দাবি করা হয়েছে বুচার ঘটনাটি মিথ্যা এবং এগুলো সাজানো নাটক।
রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ মঙ্গলবার এ ব্যাপারে বলেন, রাশিয়াকে ছোট করতে জালিয়াতির আশ্রয় নিচ্ছে ইউক্রেন।
তিনি আরও বলেন, আমরা আবার আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুরোধ করছি, আবেগ থেকে বের হয়ে আসুন। মাথা দিয়ে চিন্তা করে দেখুন। বিষয়গুলো তুলনা করুন আর বুঝুন এগুলো কত বড় জালিয়াতি।
সূত্র: দ্য গার্ডিয়ান