সীমান্তে স্থায়ী সামরিক উপস্থিতির কথা ভাবছে ন্যাটো

দ্য সানডে টেলিগ্রাফ পত্রিকার সঙ্গে এক সাক্ষাৎকারে ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন, সামরিক জোটটি খুব মৌলিক পরিবর্তনের মধ্যে রয়েছে।

ইউক্রেনে ভ্লাদিমির পুতিনের যুদ্ধের দীর্ঘমেয়াদি প্রভাব প্রতিফলিত হবে এতে।  সাক্ষাৎকারে স্টলটেনবার্গ বলেছেন, ন্যাটো ভবিষ্যৎ রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য তার সীমান্তে স্থায়ী সামরিক উপস্থিতির পরিকল্পনা করছে।

সানডে টেলিগ্রাফ পত্রিকাকে ন্যাটো মহাসচিব আরো বলেছেন, তার মনোযোগ এখন জোটের সামরিক ব্যয় মেটাতে ন্যাটো মিত্রদের জিডিপির ন্যুনতম ২% দেওয়ার নিয়ম মানা নিশ্চিত করা। সূত্র: বিবিসি