মারিউপোলে ১ হাজার ইউক্রেন সেনার আত্মসমর্পণ: রাশিয়া

মারিউপোলে ইউক্রেনের এক হাজারের বেশি সেনা আত্মসমর্পণ করেছে। বুধবার (১৩ এপ্রিল) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে রুশ মন্ত্রণালয় বলেছে, মারিউপোল শহরে ৩৬তম মেরিন ব্রিগেডের এক হাজার ২৬ জন ইউক্রেনীয় সেনা স্বেচ্ছায় তাদের অস্ত্র রেখে আত্মসমর্পণ করেছে।

তবে রাশিয়ার এই দাবি প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এর পর আজ পর্যন্ত টানা ৪৯ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধের লক্ষণ এখন পর্যন্ত মিলছে না।