দুই দিন বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি

banapole
পুরাতন ছবি

পহেলা বৈশাখ ও সাপ্তাহিক ছুটিতে দুইদিন বেনাপোল স্থলবন্দরের সঙ্গে ভারতের পেট্রাপোল বন্দরের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীর যাতায়াত স্বাভাবিক থাকবে।

বৃহস্পতিবার ১৪ এপ্রিল পহেলা বৈশাখ ‍উপলক্ষে বেনাপোল ও পেট্রাপোল স্থলবন্দরের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে।

এদিকে শুক্রবার (৫ এপ্রিল সাপ্তাহিক ছুটি থাকার কারণেও বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। এতে করে একটানা দুইদিন বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হবে।

বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার বলেন, সরকারি ছুটির জন্য এপথ দিয়ে দুইদিন বাণিজ্য বন্ধ রয়েছে।

তবে শনিবার (১৬ এপ্রিল) সকাল থেকে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে। এদিকে বাণিজ্য বন্ধ থাকায় বেনাপোল ও পেট্রাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় আটকা পড়েছে হাজারেরও বেশি পণ্যবোঝাই ট্রাক।

এসব পণ্যের মধ্যে আমদানিকৃত শিল্প কলকারখানার কাঁচামাল, তৈরি পোশাক ও শিশু খাদ্য রয়েছে এবং রফতানি পণ্যের মধ্যে পাট ও পাটজাত পণ্য রয়েছে।

বন্দরে যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকার বিষয়ে বেনাপোল ইমিগ্রেশনের ওসি মো. রাজু জানান, সরকারি ছুটিতে এপথে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও, দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীর যাতায়াত স্বাভাবিক রয়েছে।