যশোরে জাগপা’র ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিল

সরকারের মদদে মাহে রমজানে দেশের কিছু অসাধু ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি করার কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে।

দেশের বর্তমান অবস্থায় সাধারণ মানুষ রোজা রেখে ইফতার করতে পারছে না। বর্তমান দেশের ভোটারবিহীন সরকার হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারেরর মাধ্যমে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে ফেলেছে।

বর্তমান সরকারের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করার কারণে খুন, গুম ও মিথ্যা মামলার শিকার হচ্ছে হাজার হাজার প্রতিবাদী মানুষ। বর্তমান দেশের এই সংকট মুহূর্তে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

আগামীতে বিনাভোটে কাউকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। ১৫ এপ্রিল ২০২২’ শুক্রবার প্রেসক্লাব যশোরে, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’র ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যশোর জেলা শাখার আহ্বায়ক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিকা নার্গিস ইসলাম এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’র প্রেসিডিয়াম সদস্য,( প্রতিষ্ঠাতা সভাপতি যশোর জেলা, প্রধান সমন্বয়কারী খুলনা বিভাগ) জনাব নিজামদ্দিন অমিত বলেন, বর্তমান দেশের অবস্থা ৭০০ টাকা গরুর মাংস, ২০০ টাকা সোয়াবিন।

হাজার হাজার মেহনতি মানুষ সারাদিন রোজা রেখে কেবল পানি দিয়ে ইফতারি করছে। আগামীতে ট্যাবলেট, ক্যাপসুল এর মতন গরু মাংস পাতায় করে বিক্রয় হইবে। বর্তমান ভোটারবিহীন সরকার দেশকে শ্রীলংকা বানানোর পায়তারা করছে।

গোটা দেশকে একটি কারাগারে পরিণত করেছে আর ১৭ কোটি মানুষ সেই কারাগারে বন্ধি। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। সভায় সভাপতিত্ব করেন জাগপার যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল চৌধুরী। সভা পরিচালনা করেন জাগপা নেতা রেজওয়ান বাবু।

অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, যশোর পৌরসভার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক, যশোর সাবেক পৌর কাউন্সিলর এডভোকেট হাজী আনছুুর রহমান মুকুল, ডাক্তার এম এ সামাদ, জাসদ যশোর জেলার সহ-সম্পাদক ফিরোজ হোসেন,

জাগপার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আফসানা ইয়াসমিন অনুরুপা, জেলা শাখার সহ-সভাপতি ইদ্রিস মৃধা, সাবিত্রী বিশ্বাস, বজলু হাওলাদার, সহ- সাধারণ সম্পাদক খন্দকার জাহিদ হাসান, শেখ কাসেম আলী, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মধুর, প্রচার সম্পাদক শাহজাহান মল্লিক,

দপ্তর সম্পাদক ডাক্তার রবিউল ইসলাম, সহ- প্রচার সম্পাদক সৈয়দ মঞ্জুর হাসান রাব্বু, সহ-দপ্তর সম্পাদক ইলিয়াস হোসেন,জাগপা নেতা মুকুল শেখ, প্রতাপ বিশ্বাস, আমিনুল ইসলাম, রঘুনাথ বিশ্বাস, মতিউর রহমান মতি প্রমূখ। এছাড়া অনুষ্ঠানে যুব জাগপা, শ্রমিক জাগপা,জাগপা ছাত্রলীগের যশোর জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জাগপা প্রতিষ্ঠাতা সভাপতি মজলুম জননেতা মরহুম শফিউল আলম প্রধান, জাগপা’র সাবেক সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান, জাগপা যশোর জেলা শাখার সাবেক আহ্বায়ক জহির উদ্দিন আকবর মানিক, সহ-সভাপতি স্বর্গীয় শ্রী কার্তিক চন্দ্র পাল, সহ-দপ্তর সম্পাদক মিল্টন গাজীর বিদায়ী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে দোয়া করে দোয়া করেন হাফেজ হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব।