কাবুলে স্কুলের সামনে বোমা বিস্ফোরণ, নিহত ৬

আফগানিস্তানের রাজধানী কাবুলের আবদুল রহিম শহীদ উচ্চ বিদ্যালয়ে তিনটি বোমার বিস্ফোরণ ঘটেছে।

এই বোমা হামলা আত্মঘাতী বলে ধারণা করছে প্রশাসন। এতে নিহত হয়েছেন ৬ জন এবং আহত হয়েছেন ১১ জন। নিহত ও আহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান টুইটারে এ কথা জানিয়ে বলেছেন, রাজধানীর শিয়া হাজারা এলাকার স্কুলটিতে ১৯ এপ্রিল এ বিস্ফোরণ ঘটে।

এতে লোকজন হতাহত হয়েছে। কাবুলের একটি হাসপাতালের নার্সিং বিভাগের কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, মঙ্গলবারের এ বিস্ফোরণে কমপক্ষে চারজন নিহত হয়েছেন এবং ১৪ জন আহত হয়েছেন।

এদিকে তালেবানরা জানিয়েছে, আগস্টে ক্ষমতা নেয়ার পর থেকে তারা দেশটিকে সুরক্ষিত করেছে। তবে আন্তর্জাতিক কর্মকর্তা এবং বিশ্লেষকরা বলছেন, জঙ্গিবাদের পুনরুত্থানের ঝুঁকি রয়ে গেছে সেখানে।