আজভস্তালে ফের বিমান হামলা শুরু করেছে রাশিয়া: ইউক্রেন

মারিউপোলের ইস্পাত কারখানা আজভস্তাল লক্ষ্য করে রাশিয়া ফের বিমান হামলা শুরু করেছে। ইউক্রেন প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেস্কি অ্যারেস্তোভিচ এই অভিযোগ করেছেন।

ইউক্রেন প্রেসিডেন্টের এই উপদেষ্টা অভিযোগ করে বলেন, রুশ বাহিনী ইস্পাত কারখানা ধ্বংসের চেষ্টা করছে।

মারিউপোলের আজভস্তালে সেখানে সর্বশেষ টিকে থাকা ইউক্রেনীয় সেনারা আশ্রয় নিয়েছে। জাতীয় টেলিভিশনে অ্যারেস্তোভিচ বলেন, রাশিয়া মারিউপোলের আজভস্তালের শেষ প্রতিরোধকারীদের টুঁটি চেপে ধরার চেষ্টা করছে।

এর আগে গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সইগুর কাছ থেকে মারিউপোলের হালনাগাদ তথ্য (আপডেট) শোনেন। রুশ প্রতিরক্ষামন্ত্রী জানান, মারিউপোলের সব অঞ্চল দখল করা হয়েছে শুধুমাত্র আজভস্তালের ইস্পাত কারখানা ছাড়া।

এটা শোনার পর পুতিন প্রতিরক্ষামন্ত্রী এবং ইউক্রেন সেনাদের অভিনন্দন জানান। তিনি মারিউপোল ধ্বংস না করার নির্দেশ দেন তবে শহরটি এমনভাবে অবরুদ্ধ করে রাখার নির্দেশ দেন যেন মাছিও ঢুকতে না পারে।

সূত্র: রয়টার্স